April 26, 2024, 5:15 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সমাপনী

শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সমাপনী

শ্যামনগরে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আওতায় দক্ষিনপশ্চিম বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অবদান, অভিঙ্গতা উপস্থাপন এবং ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকালে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ডিওএম প্রণতি কস্তা। ইউএসএআইডি এর অর্থায়নে মানিক নূর ও খগেন্দ্র নাথের সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের এসআইএস মো: মোক্তার হোসেন। তিনি এই প্রকল্পের আওতায় সকল কর্মকান্ড, সমাজের প্রতি অবদান, কর্ম সম্পাদনে বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিনিধি আরিফ বিল্লাহ, ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু প্রমুখ। সূচনা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের ডিওএম প্রণতি কস্তা বলেন, এই প্রকল্পটি ২০১৫ সালে শুরু হয় যা ২০২২ সালের ২৬ ডিসেম্বর শেষ হওয়ার কথা, কিন্তু সময়ের আগেই আমাদের সকল লক্ষ্য পূরণ হয়েছে যার কারনে নবযাত্রা প্রকল্পের যাত্রা শেষ হয়েছে। তবে নতুন বছরে নবযাত্রা ২ নামে নতুন প্রকল্প আসবে বলে জানান তিনি। এই প্রকল্পটি নারীদের সক্ষমতা বাড়াতে কাজ করবে, কৃষক উন্নয়নে নায্য মূল্য নিশ্চিত করতে বড় বড় মার্কেটে নেটওয়ার্ক তৈরি করবে, ভাল বীজ-সারের ব্যবস্থা করবে, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কিছু কাজ করবে। সব শেষে সকল সহোযোগীদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com