April 26, 2024, 5:39 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে যত্রতত্র ভুগর্ভস্থ থেকে চলছে বালু উত্তোলন

শ্যামনগরে যত্রতত্র ভুগর্ভস্থ থেকে চলছে বালু উত্তোলন

শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র অবৈধভাবে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা না করে সরকারি নদী, খাল ও জলাশয় থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে। বিশেষ করে পানি উন্নয়ন বাধ সংলগ্ন এলাকায় বা কৃষি জমিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন ব্যবহার করে স্থানীয়ভাবে তৈরি ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন নিরবিচ্ছিন্ন বালু উত্তলন করা হয়। বালু উত্তোলনের ফলে একদিকে যেমন পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তেমনি বিকট শব্দে স্থানীয় পরিবেশ- প্রতিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। বিরক্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে বেশিরভাগ এলাকায় স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় এসব বালু উত্তোলন হয়। গত শনিবার দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা এলাকার রাস্তা সংলগ্ন বিকে মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদের নিকটে বিলে ড্রেজার দিয়ে ভুগর্বস্থ থেকে বালু উত্তোলন করতে দেখা যায়। বাইনতলা গ্রামের খোকন মেম্বার এই বালু উত্তলোন করছে বলে এলাকা বাসী জানান। বাইনতলা এলাকার এক ব্যক্তি জানান, নিকটস্থ (তিন) তলা স্কুল ভবনের নিকট থেকে বালু উত্তলোন করায় আমরা আতঙ্কে রয়েছি কখন যে স্কুলটি দেবে মাটির নিচে চলে যায়। এলাকা বাসী বলেন এই ব্যাপারে আমরা সহকারী কমিশনার ভুমি, উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, অতিরুক্ত জেলা প্রশাসক রাজস্ব সাহেবকে জানিয়েছি কোন আইনগত ব্যবস্থা হয়নি। শুধু পদ্মপুকুর নয় উপজেলার বিভিন্ন গ্রামে এভাবে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ভুগর্ভস্থ এসব বালু দিয়ে বেশিরবাগ ক্ষেত্রে নিচু জমি ভরাট করে উচু করা হচ্ছে। স্থান, এলাকা ও দূরত্ব ভেদে প্রতি ফুট বালু ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। বালু বিক্রি থেকে প্রাপ্ত টাকার একটা অংশ স্থানীয় জন প্রতিনিধিদের দিতে হয় বলে অভিযোগ রয়েছে ড্রেজার মালিকদের পক্ষ থেকে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক খুটিকাটা গ্রামের এক বাসিন্দা বলেন, শুধু খুটিকাটা নয়, আমাদের পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। এবিষয়ে কথা বললে প্রভাবশালীদের রোষানলে পড়তে হয়। তাই ক্ষতি হলেও মুখ বুঝে সহ্য করতে হয় আমাদের। বালু উত্তোলনকারী ও ড্রেজার মেশিনের মালিক বলেন, সবাই উত্তোলন করে তাই আমিও মেশিন বানিয়েছি। চুক্তি করে বালু উত্তোলন করছি। সামান্য লাভ হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ফোন দিয়েছিল বন্ধ করে দিয়েছি। খোকন মেম্বার বলেন, এই বালু দিয়ে মাদ্রাসার মাঠ ভরাট করছি। যাতে আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারে। মাঠ ভরাট হলে মেশিন বন্ধ করে দিব। বিভিন্ন গবেষনা রিপোট অনুযায়ী বালু উত্তোলনের ফলে পরিবেশের নানা ক্ষতি হয়। এর মধ্যে উদ্ভিদ ও প্রাণিকুলে নেতিবাচক পরিবর্তন, ভূগর্ভস্থ পানি ও বায়ুদূষণ হওয়ার মত ঘটনা রয়েছে। অনেক ক্ষেত্রে মানুষও আক্রান্ত হচ্ছে। বালু উত্তোলনের সময় সৃষ্ট বায়ুদূষণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণিকুলের মধ্যে পরিবর্তন ঘটার ফলে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে, তেমনি তাদের খাদ্যের উৎসও ধ্বংস হচ্ছে। ফলে মৎস্য প্রজনন- প্রক্রিয়া পাল্টে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমিও নষ্ট হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বলেন, ভুগর্ভস্থ বালু উত্তোলনের সব থেকে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হয়ে যায়। এর ফলে ওই এলাকার জনজীবনের উপর স্থায়ী বিরুপ প্রভাব পড়ে। ভুগর্বস্থ থেকে বালু উত্তোলন বন্ধ না করা গেলে বাংলাদেশের পরিবেশ- প্রতিবেশের উপর অনেক বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর উপধারা ১ অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবেনা। ধারা৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, সুন্দরবন অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অমান্যকারীকে দুই বছরের কারান্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিতর করার বিধান রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এসব আইনের কোনো প্রয়োগ দেখা যায় না। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, বিভিন্ন সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিদ্ধুদ্ধে প্রচলিত আইনে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চালিয়ে ভুগর্বস্থ থেকে বালু উত্তোলন কারীদের আইনের আওতায় আনা হচ্ছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com