April 26, 2024, 8:27 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নে আশ্রায়কেন্দ্র ব্যাবস্থাপনার উপর ওরিয়েন্টেশন প্রদান

শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নে আশ্রায়কেন্দ্র ব্যাবস্থাপনার উপর ওরিয়েন্টেশন প্রদান

ভূরুলিয়া ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়নের আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা কমিটি নিয়ে অপসারণ, উদ্ধার ও আশ্রয়কেন্দ্র ব্যসাবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ভূরুলিয়া ইউনিয়নে ৮টি সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটি থেকে মোট ৩৫ জনকে নিয়ে অপসারণ,উদ্ধার ও শেল্টার ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম জাফরুল আলম বাবু সভায় শুভেচ্ছা বক্তব্যদেন ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন । তারপর উপজেলা সিপিপি কর্মকর্তা মুন্সী নূর মোহাম্মদ স্যার অনুসন্ধান,উদ্ধার, অপসারন ও দূর্যোগের সংকেত সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনা রাখেন ইউ পি সদস্য মো. মজিদ, মো. আনোয়ারুল ইসলাম, নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com