December 21, 2024, 4:53 pm
তালায় ওয়ার্ল্ড কনসার্নের আয়োজনে ইপজিয়া প্রোগ্রামের ১৪ জন কিশোরীকে সেলাই মেশিন, ২জন চাষীকে দূর্যোগ সহনশীল ফসল উৎপাদনের জন্য নগত দশ হাজার টাকা ও এফডিসিএস প্রোগ্রামের আওতায় ১১০ জন ছাত্রছাত্রীকে খাতা-কলম ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পিবার (৩০ নভেম্বর) বেলা দুইটায় উপজেলা পরিষদের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রোগ্রাম অফিসার (ইপজিয়া) রঞ্জিত দাশ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মসিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, ওয়াল্ড কনসার্নের প্রোগ্রাম এমএন্ডই ম্যানেজার জেমস লিটন হালদার,গোনালী এফসিসিবি মিশনের পাষ্টর রঘুনাথ সরকার, বিশাল কান্তি দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ওয়াল্ড কনসার্ন তালা শাখার প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস, তাপস সরকার, উন্নয়ন সাথী মৌমিতা দাস, কৃষ্ণা পাল, মাধুরি দাশ, শিক্ষক সুমা সরকার, মিলন কুমার দাস সহ ইফজিয়া প্রোগ্রামের কিশোরী শিশু ও পিতামাতা।
Comments are closed.