April 29, 2024, 6:00 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
দেবহাটায় আটশতবিঘা খাল পুনঃখনন শুরু

দেবহাটায় আটশতবিঘা খাল পুনঃখনন শুরু

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়া দেবহাটার আটশতবিঘা খালটি পুনঃখননের কাজ শুরু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে দাঁইবুড়ির ঘের থেকে চারকুনি ব্রীজগামী প্রায় সাড়ে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। উক্ত খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়। উপস্থিত থেকে ফিঁতা কেটে খাল পুনঃখননের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, এমএফও সাজ্জাদ হোসেন ও প্রকল্প ম্যানেজার মোবারক হোসেন লিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ খালটি পুনঃখননের কাজ করছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com