May 2, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
চলতি মৌসুমে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি জেলা মটরসাইকেল চালক এসোসিয়েশনের উদ্যোগে মহান মে দিবস পালিত জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন ও রং পালিশ শ্রমিক ইউনিয়নে মে দিবস পালিত হোটেল রেস্তোরা, বেকারি ও হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত মহান মে দিবসে জেলা শ্রমিক দলের র‌্যালি ও আলোচনা সভা সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের মে দিবস পালিত
বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

আজ রবিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষ্যে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-বাংলাদেশে দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরি প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ড-ইন) প্রকল্প এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত পরিবার ও সমাজ পর্যায় ঘূর্ণিঝড় প্রস্তুতি (এফসিসিপি-৩) প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন কর্যক্রম অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”। উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে এলাকা ঘুরে আবার ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভা মাধ্যমে শেষ করা হয়। উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক লক্ষিত জনগোষ্ঠীর নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “বুড়িগোয়ালিনী বাংলাদেশের মধ্যে একটি প্রথম পর্যায়ের দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। এই দিবস আমাদের নিজেদের সচেতন হতে প্রেরণা যোগায় । আমামদের সবাইকে সম্মিল্লিতভাবে দুর্যোক মোকাবেলায় কাজ করতে হবে” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ,সিসিডিবি- স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন,কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি: শিপলু মন্ডল ও ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার কাজী গোলাম মর্তুজা রাব্বী। উল্লেখিত দিবসের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং স্থানীয় উপকরণ ব্যবহার করে উদ্ধার সামগ্রী প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে প্রথম দ্বিতিয় ও তৃতীয় স্থান অধিকারিদের পুরুস্কার প্রদান করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ সহযোগীতা করার জন্য সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্প, এবং ওয়ার্ল্ড ভিশন কে চেয়ারম্যান মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। পাশাপাশি, সিসিডিবি গাবুরা গাইনবাড়িতে একটি র‍্যালী ও আলোচনাসভার আয়োজন করে সেখানে লক্ষিত জনগোষ্ঠী সহ একশতাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত হয়।

এদিকে শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদে একটি বর্নাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভা উপাজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক দোলন , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সাইদ-উজ-জ্জামান সাইদ। প্রতিপাদ্য বিষয়ের উপর অত্যন্ত ফলপ্রসূ আলোচনাসভা অনুষ্ঠানের পাশাপাশি একটি অগ্নি নির্বাপক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com