April 28, 2024, 7:29 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সাতক্ষীরার শিবনগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ মারাত্মক জখম, আহত – ২ আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা দেবহাটায় দুটি রাস্তা কার্পেটিং ও এইচবিবি করণের উদ্বোধন কলারোয়ায় মন্দিরের সম্পত্তি আত্নসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রাহান তিতুর জনসংযোগ ‘রাজনগর ইয়াং ষ্টার’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে কেমিক্যাল দিয়ে পাকানো চারশ’ কেজি আম জব্দ জুম্মার নামাজে মুসল্লিদের দোয়া চাইলেন মশিউর রহমান বাবু
শ্যামনগরে ১৫ টাকা কেজির চাল উদ্বোধন করলেন সাংসদ আতাউল হক দোলন

শ্যামনগরে ১৫ টাকা কেজির চাল উদ্বোধন করলেন সাংসদ আতাউল হক দোলন

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা দেয়া ও বাজারদর স্থিতিশীল রাখতে খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৫ টাকা কেজি দরের চাল বিক্রয় কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বে নিজের অবস্থানকে তুলে ধরেছেন। সারা বিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যবান্ধব এ কর্মসূচির আওতায় উপজেলার ৬৩টি ডিলারের মাধ্যমে ৩১ হাজার ৮০৯ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। এর আওতায় মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল কেনা যাবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের খরচ কিছুটা লাঘব করার জন্য এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে জননেত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও নকিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী খাদ্য পরিদর্শক জি এম শাহাজান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com