January 22, 2025, 5:50 am
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিন শ’ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন, সামেক হাসপাতালে ৩ জন, কালিগঞ্জে ১ জন, কলারোয়ায় ২ জন এবং শ্যামনগরে ১ জন রোগী রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩০৯ জন। এরমধ্যে ২৪৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন।
Comments are closed.