January 22, 2025, 5:48 am
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন রোগী। তবে গত ২৪ ঘন্টায় জেলায় কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত ডেঙ্গু প্রতিবেদন অনুযায়ি, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, দেবহাটায় ২ জন ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, জেলায় এপর্যন্ত ২২১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৭৪ জন। বর্তমানে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন রোগী। এদের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, দেবহাটা ২ জন, কালিগঞ্জ ৩ জন, কলারোয়া ৩ জন, শ্যামনগর ২ জন ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বেসরকারী হাসপাতালে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এপর্যন্ত ১৫ জন রোগীকে সাতক্ষীরা থেকে অন্যত্রে রের্ফাড করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
Comments are closed.