December 21, 2024, 5:07 pm
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দিয়েছেন তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয়ে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনায়ন পত্র দাখিল করেন। একই সাথে সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ প্রকৌশলী মুজিবর রহমান ও জেলা আলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র দাখিল করেন। এসময় শেখ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী ১৭ ডিসেম্বর পর্যান্ত দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রার্থী পরিবর্তন সহ বেশ কিছু সিদ্দান্ত আসতে পারে।বর্তামানে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছে। আশা করছি কার কতটুকু জনসমর্থন তালা, কলারোয়ার জনগন বুঝিয়ে দেব। তিনি আরো বলেন, ২০১৪সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনায়ন দিয়েছিলেন কিন্তু জোটগত কারনে আমাকে ছাড় দিতে হয়েছিল।ছাত্রজীবন থেকে আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবার স্বাধীনতার স্বপক্ষে অবস্তান করেছে সবসময়। দীর্ঘদিনের এই রাজনৈতিক জীবনে আমি মানুষের পাশে থেকে তাদের কল্যানে কাজ করে গেছি। বিগত দিনের সংসদ সদস্যদের অবহেলার কারনে কাঙ্কিত উন্নয়ন থেকে তালা বাসি বঞ্চিত হয়েছে। নির্বাচনে আমি জয়লাভ করলে তালা কলারোয়ার সার্বিক উন্নয়ন আমি করতে পারব বলে আশা রাখি। এসময় সেখানে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারকর্মীরা উপস্থিত ছিল।
Comments are closed.