May 19, 2024, 11:38 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল বিসিবি

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে যা বলল বিসিবি

শ্রীলংকা সিরিজ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ছুটি কাটিয়ে বাংলাদেশে আর ফিরছেন না শ্রীলংকান এই কোচ। সেই খবর যে ভুয়া সেটি কিছুক্ষণ পরই জানা গিয়েছিল। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, কবে বাংলাদেশে ফিরতে পারেন হাথুরুসিংহে। জালাল ইউনুস জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহে। আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হবে একথা বলেন জালাল ইউনুস।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাতে। বেশিরভাগ কোচকেই ২২-২৩ তারিখের মধ্যে পাওয়া যাবে। এরই মধ্যে স্টেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন।’ আগামী ২৮ এপ্রিল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ৫,৭,১০ ও ১২ মে। প্রথম ৩টি ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার পর শেষ দুইটি ম্যাচ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে। জালাল ইউনুস জানান, আগামী ২৬ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্যাম্পিং করার পরিকল্পনা আছে হাথুরুসিংহের।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আনা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি। নতুন এই কোচকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মুশতাক আহমেদ দেশে থাকা অবস্থায় যদি ভালো লেগ স্পিনার থাকে, যারা অতটা আলেচনায় আসেনি, তাদের জন্য ট্যালেন্ট হান্টের ব্যবস্থা করতে পারি। সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com