May 4, 2024, 1:08 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’ সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাবেক এমপি রবির পক্ষ থেকে শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ খাবার পানি বিতরণ সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা দেবহাটায় ১০ হাজার কেজি ক্যামিকেল মিশ্রিত আম জব্দ, জরিমানা আদায় সাতক্ষীরায় ইদুর মারতে নিজের ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার, যুবক আটক
হাবড়া নদীতে ব্রীজ নির্মাণে অনিয়ম ও কাঠের ব্রীজ অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

হাবড়া নদীতে ব্রীজ নির্মাণে অনিয়ম ও কাঠের ব্রীজ অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে হাবড়া নদীর উপর নতুন ব্রীজ নির্মাণে অনিয়মের প্রতিবাদ ও টিআরবি ভাটা কর্তৃপক্ষের নির্মিত কাঠের ব্রীজ অপসারনের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় কালিগঞ্জের উজিরপুর ব্রীজের দক্ষিণ পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাড. সত্যরঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিদুল হক কিসলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলা শাখার সমন্বায়ক কলেজ শিক্ষক নিত্যানন্দ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, চম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালের ৬ জুন থেকে ১০ কোটি টাকা ব্যয়ে হাবড়া নদীর উপর উজিরপুর ব্রীজটি নির্মাণ কাজ শুরু করে ওই বছরের ৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারের। কিন্তু তিনি তা না করে এক মাস আগে এ কাজ শুরু করেছেন। পুরাতন ব্রীজটি কয়েকদিন আগে ভাঙা শুরু হয়েছে। সাধারণ মানুষ ও ছোট খাটো যানবাহন চলাচলের জন্য ওই ব্রীজের পাশ দিয়ে সিডিউলে উল্লেখিত ১২ ফুটের পরিবর্তে একটি সাত ফুটের কাঠের ব্রীজ নির্মাণ করা হয়েছে। ফলে সরু ব্রীজ দিয়ে চলাচল করতে যেয়ে মানুষ, যানবাহনের সমস্যা হচ্ছে। সোমবার ও শুক্রবার হাটবারে জনদুর্ভোগ বাড়ছে। এ ছাড়া ধুলা প্রতিরোধে পানি দেওয়ার ব্যবস্থা নেই। নেই ট্রাফিক ও শ্রমিকদের শৌচাগারের ব্যবস্থা । সব মিলিয়ে ব্রীজ নির্মাণে চরম অনিয়ম দেখা দিয়েছে। ব্রীজের উত্তর পাশে করা হয়নি রাস্তা। এ অবস্থা চলতে থাকলে মানুষের দুর্ভোগ বাড়বে।

বক্তারা আরো বলেন, এক কিলোমিটারের মধ্যে জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইউনিয়ন ভূমি অফিস থাকার পরও নীতিমালা উপেক্ষা করে ঘুষুড়ি গ্রামে টিআরবি ইটভাটা নির্মাণ করা হয়েছে। সেখানে কয়লার পাশাপাশি কাঠ ও টায়ারের গুড়াে ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। এরপরও ওই ভাটার মাটি ও ইট বহনের সুবিধার্থে উজিরপুর ব্রীজের পূর্বে ২০০ গজ দূরে টিআরবি ভাটা কর্তৃপক্ষ কোন প্রকার অনুমতি ছাড়াই হাবড়া নদীর উপর কাঠের ব্রীজ নির্মাণ করে জোয়ার ভাটায় প্রতিরোধ সৃষ্টি করায় ওই স্থান পলিমাটি জমে নদী ভরাট হতে চলেছে। নদী ধ্বংসকারি ওই কাঠের ব্রীজ অবিলম্বে অপসারণ করতে হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com