May 2, 2024, 6:29 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে সাতক্ষীরার তিন উপজেলায় প্রতিক বরাদ্দ কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে এ্যাডভোকেসি সভা দেবহাটায় ১০ হাজার কেজি ক্যামিকেল মিশ্রিত আম জব্দ, জরিমানা আদায় সাতক্ষীরায় ইদুর মারতে নিজের ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু মাটির নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার, যুবক আটক প্রতিকূল পরিস্থিতিতেও বাগদা চিংড়ি থেকে রপ্তানি আয় বেড়েছে সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ মেট্রিক টন আম বিনষ্ট চলতি মৌসুমে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি জেলা মটরসাইকেল চালক এসোসিয়েশনের উদ্যোগে মহান মে দিবস পালিত
লাবণ্যবতীর তীরে গড়ে উঠছে কুলিয়া ইকো পার্ক

লাবণ্যবতীর তীরে গড়ে উঠছে কুলিয়া ইকো পার্ক

সাতক্ষীরার দেবহাটায় প্রবহমান লাবণ্যবতীর তীর ঘেঁষে ‘কুলিয়া ইকো পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে স্কেভেটর মেশিনের মাধ্যমে কুলিয়া ইকো পার্ক স্থাপনের প্রাথমিক কাজ জমি ড্রেসিং শুরু করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবহমান এ নদীটি এককালে কলকাতা নদী নামে পরিচিত ছিল। সেসময় মানুষ ট্রলারে চেপে এপথেই সরাসরি ভারতের কলকাতায় যাওয়া-আসা করতো। পরে দুপাশে দখলদারিত্ব ও ভরাট হয়ে নদীটি লাবণ্যবতী খাল নামে পরিচিতি পায়। কুলিয়া ব্রীজ থেকে শাঁখরা কোমরপুর অভিমুখে এ খালের একপাশে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া এবং অপরপাশে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়ন রয়েছে। খালটির দেবহাটা প্রান্তে একরের পর একর সরকারি জমি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। ইউনিয়নের মানুষের চিত্ত বিনোদনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে পতিত ওই সরকারি জমিতে বনাঞ্চল তৈরির মাধ্যমে ইকো পার্ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে হাটা-চলার জন্য পাকা ওয়াক ওয়ে, দর্শনার্থীদের বসার জন্য বিভিন্ন পয়েন্টে বেঞ্চ বা স্থাপনা এবং খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় কিছু দোকানও নির্মান করা হবে। পাশাপাশি ইকো পার্কটিতে পরবর্তীতে মিনি চিড়িয়াখানা ও শিশুদের খেলাধুলার দোলনা, কৃত্রিম জীবজন্তু ও বিভিন্ন রাইড ব্যবস্থা সংযোজনের পরিকল্পনাও রয়েছে। আছাদুল হক আরও বলেন, মঙ্গলবার থেকে জমি ড্রেসিংয়ের কাজ শুরু করা হয়েছে। ড্রেসিং শেষ হলে সেখানে বিভিন্ন ফলজ-বনজ ও ঔষধী সহ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপন সহ রাস্তা ও অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com